সোমবার, ০৯ নভেম্বর, ২০২০, ১১:২২:১০

আমরা হজরত মুহম্মদ (সা.) কে অত্যন্ত ভালোবাসিঃ এমপি হারুন

আমরা হজরত মুহম্মদ (সা.) কে অত্যন্ত ভালোবাসিঃ এমপি হারুন

নিউজ ডেস্ক : মহানবী হজরত মুহম্মদ (স.) কে অবমাননা করে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রকাশ করা ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মন্তব্যের জন্য জাতীয় সংসদে এর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণের দাবি করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।

আজ রোববার (৮ নভেম্বর) সংসদের বিশেষ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি করেন।

হারুনুর রশীদ বলেন, ফ্রান্সের একটি সাপ্তাহিক পত্রিকায় মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করে। বিষয়টি সেখানেই শেষ হয়ে যায়নি। ফ্রান্স সরকারের বিষয়টি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার দরকার ছিল। কিন্তু তারা সেটি না করে, এমনকি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এটাকে নিয়ে আগুনে ঘি ঢেলে দিয়েছেন। তিনি বিষয়টিকে উসকে দিয়েছেন। আর সেজন্যই সারা বিশ্বের মুসলমান ও মুসলিম নেতারা তার প্রতিবাদ করেছে। ফ্রান্সের পণ্য বর্জন হয়েছে। আমাদের দেশেও ধর্মপ্রাণ মুসলমানরা ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন।

তিনি বলেন, আমরা হজরত মুহম্মদ (সা.) কে অত্যন্ত ভালোবাসি। শুধু ভালোবাসি তা নয়, তিনি আমাদের অত্যন্ত প্রিয়। ঘটনাটি আমাদের হৃদয়ে চরমভাবে আঘাত করেছে। বাংলাদেশ মুসলিম অধ্যুষিত একটি দেশ। অবশ্যই এ বিষয়ে সংসদ থেকে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করা উচিৎ। আশা করব এই বিষয়ে সংসদ থেকে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে