ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৮, উৎপত্তি মনিপুরে
নিউজ ডেস্ক : ভোর ৫টা ৫ মিনিটের দিকে ঢাকাসহ সারাদেশেই এ ভূমিকম্প অনুভূত হয়। ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের মণিপুরে ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।
রাজধানী ঢাকা ছাড়াও ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও রাজধানীসহ সারা দেশে যেসব এলাকায় কম্পণ অনুভূত হয়েছে, সব জায়গায় মানুষ আতঙ্কিত হয়ে সড়কে বেরিয়ে এসেছে।
৪ জানুয়ারি/এমটিনিউজ/এসএস/এসবি
�