‘বেশ কয়েকটা বাড়িতে ফাটল দেখা দিয়েছে’
নিউজ ডেস্ক : শুধু বাংলাদেশ নয় ভূমিকম্পে কেঁপে উঠলো পশ্চিমবঙ্গসহ উত্তর-পূর্ব ভারতের মাটি। সোমবার ভোর ৫টা ৬ মিনিটে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৮। ভূমিকম্পের উত্সস্থল ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফল থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে।
বেশ কয়েক সেকেন্ড ধরে কম্পন স্থায়ী হয়। এ দিনের কম্পনের উত্সস্থল ভূপৃষ্ঠ থেকে ১৭ কিলোমিটার গভীরে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তবে কম্পনের উত্সস্থল মণিপুরের কোথায় তা জানার চেষ্টা করছেন ভূবিজ্ঞানীরা।
ক্ষয়ক্ষতির কোনও বিস্তারিত খবর এখনও জানা যায়নি। এই ভূমিকম্পের প্রভাব পড়েছে গোটা উত্তরপূর্ব ভারত-সহ মায়ানমার-বাংলাদেশেও। বাড়িঘর কেঁপেছে সর্বত্র। বেশির ভাগ মানুষই তখন ঘুমিয়ে। কম্পন টের পেতেই আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসতে দেখা যায় অনেককে।
আসামের গুয়াহাটিতে এতটাই কম্পন অনুভূত হয় যে, অনেকেরই মনে হয় সেখানেই বুঝি উত্সস্থল। গুয়াহাটির স্থানীয় বাসিন্দা অমল গুপ্ত বলেন, ‘‘প্রচণ্ড দুলুনিতে ঘুম ভেঙে গেল। ঘরের আলমারি এমন ভাবে দুলছিল যে, মনে হচ্ছিল এখনই গায়ের উপর এসে পড়বে। এমন কম্পন গুয়াহাটিতে জীবনে দেখিনি। দৌড়ে ঘর থেকে বেরিয়ে পড়ি। আসপাশের বাড়ি থেকেও তত ক্ষণে সকলে বেরিয়ে পড়েছেন। বেশ কয়েকটা বাড়িতে ফাটল দেখা দিয়েছে।’’
৪ জানুয়ারি/এমটিনিউজ/এসএস/এসবি
�