বুধবার, ১১ নভেম্বর, ২০২০, ০৪:৩৭:৪১

র‌্যাবের সারওয়ার আলমকে বদলির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

র‌্যাবের সারওয়ার আলমকে বদলির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : স্বাভাবিক নিয়মেই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারওয়ারকে বদলির নেপথ্যে কোনো কারণ নেই। সরকারি কর্মকর্তা... আজকে এখানে তো কাল সেখানে। যেমন, আমার পিআরও সাহেব (জনসংযোগ কর্মকর্তা) এখানে আছেন, কালকে উনি অন্যখানে চলে যেতে পারেন- এটিই নিয়ম। ম্যাজিস্ট্রেট সাহেব কেন?... হয়তো অনেক দিন ধরে এখানে (র‌্যাব) ছিলেন। সে হয়তো আরও ভালো জায়গায় যাবেন, আরও ভালো করার জন্য অন্য জায়গা বদলি করবেন। এ জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে বদলি।

প্রায় ছয় বছর ধরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরো'ধী অভিযান পরিচালনা করে আলোচনায় ছিলেন সারওয়ার। তাকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে বদলি করে সোমবার রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত বছর ক্যাসিনোবিরোধী অভিযান চালানোর পর করোনাভাইরাস মহামারীর মধ্যে হাসপাতালগুলোতে চলা অভিযানের নেতৃত্বেও ছিলেন তিনি। সম্প্রতি সংসদ সদস্য হাজী মো. সেলিমের বাড়িতে অভিযানেও নেতৃত্ব দেন সারওয়ার আলম।  এসব কারণে আলোচনায় ছিলেন সারওয়ার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে