বুধবার, ১১ নভেম্বর, ২০২০, ০৬:২১:৫৩

যে কোন সময় যুবলীগের কমিটি ঘোষণা, নতুন কমিটিতে চাঁদাবাজদের জায়গা হবে না : পরশ

যে কোন সময় যুবলীগের কমিটি ঘোষণা, নতুন কমিটিতে চাঁদাবাজদের জায়গা হবে না : পরশ

নিউজ ডেস্ক : যে কোন সময় ঘোষণা হতে পারে আওয়ামী লীগের যুব সংগঠন আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি। যুবলীগের নতুন কমিটিতে কোনও সন্ত্রাসী, চাঁদাবাজ বা ক্যাসিনোবাজের জায়গা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। 

বুধবার (১১ নভেম্বর) সকালে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। প্রথমে যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ফুলের শ্রদ্ধা জানান। 

শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় পতাকা উত্তোলন, দৃষ্টিপ্রতিবন্ধীদের সাদাছড়ি বিতরণ ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার দেয়া হয় যুবলীগের পক্ষ থেকে। পরে বনানী কবরস্থানে পঁচাত্তরের ১৫ আগস্ট শহীদদের স্মরণ ও দলটির প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরশ আরও বলেন, আমরা সততার সঙ্গে যাচাই-বাছাই করেছি। আমরা নিশ্চিত যে এখানে অনুপ্রবেশকারী ঢোকার সম্ভাবনা খুবই কম। আমাদের সাংগঠনিক। গঠনতন্ত্র অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।

কবে নাগাদ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হতে পারে গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নে পরশ বলেন, চুলচেড়া বিশ্লেষণ হয়েছে। আশা করছি এবারের কমিটিতে কোন ধরনের বিতর্কিত চাঁদাবাজ বা অনুপ্রবেশকারী ঢুকবে না। যে কোন সময় আমাদের এ কমিটি ঘোষণা হতে পারে। আমাদের বিশ্লেষণের পরও যদি কোন বিতর্কিত ব্যক্তি কমিটিতে প্রবেশ করেন তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে