রবিবার, ১৫ নভেম্বর, ২০২০, ০৭:২২:২৬

'এক অপূরণীয় ক্ষতি', সৌমিত্রের মৃত্যুতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির শোক প্রকাশ

'এক অপূরণীয় ক্ষতি', সৌমিত্রের মৃত্যুতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির শোক প্রকাশ

নিউজ ডেস্ক : প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টেপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, ''প্রতিভাবান এই শিল্পীর মৃত্যুতে অভিনয় জগতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হল। সৌমিত্র চট্টোপাধ্যায় তার সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।''

প্রধানমন্ত্রী প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে সৌমিত্র চট্টোপাধ্যায় মারা যান। অনেকের বিচারে ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা এই অভিনেতার বয়স হয়েছিল ৮৫ বছর।

অন্যদিকে, বাংলা, হিন্দি ও ইংরেজি— তিন ভাষায় টুইট করে প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিংবদন্তী এই অভিনেতার মৃত্যু পর থেকে সারা দেশ তথা পৃথিবী থেকে আসছে শোকবার্তা। এবার শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদী এদিন তার টুইটে লিখেছেন, '‌'সৌমিত্র চট্টোপাধায়ের প্রয়াণ চলচ্চিত্র জগত, পশ্চিমবঙ্গ–সহ ভারতের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায়। তার প্রয়াণে আমি শোকাহত। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওম শান্তি।''‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে