সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ১০:০৯:৫০

ভূমিকম্পে ঢাবিতেই আহত ১৮

 ভূমিকম্পে ঢাবিতেই আহত ১৮

ঢাকা : ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮ শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার ভোর ৫টা ৫মিনিটে অনুভূত হওয়ার সময় এ ঘটনা ঘটে। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে এ তথ্য পাওয়া গেছে। আহতদের মধ্যে সবার পরিচয় পাওয়া যায়নি। তবে জহুরুল হক হলের চতুর্থ তলা থেকে লাফিয়ে গুরুতর আহত ইকবাল নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা সবাই আতঙ্কগ্রস্ত অবস্থায় ভবন থেকে নিচে নামতে গিয়ে আহত হন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সর্বশেষ গত ২৫ এপ্রিল অনুভূত হওয়া ভূমিকম্পে ঢাবির ঝুঁকিপূর্ণ ভবনে ফাটল দেখা দেয়। ৪ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে