সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ১০:৫৩:৪৭

ভূমিকম্পে ৮ জনের মৃত্যু, শতাধিক আহত

 ভূমিকম্পে ৮ জনের মৃত্যু, শতাধিক আহত

নিউজ ডেস্ক : ভূমিকম্পে এ পর্যন্ত অন্তত: ৮ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এর মধ্যে বাংলাদেশে ২জন এবং ভারতে ৬ জনের মৃত্যু হয়েছে।এছাড়া্ও সারাদেশে শতাধিক ব্যক্তি আহত হবার খবর পা্ওয়া গেছে। রাজধানী ঢাকা ও রাজশাহীতে ভূমিকম্পের সময় আতঙ্কে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে দুজন মারা গেছেন। ঢাকাতেই আহত হয়েছেন অর্ধশত। তাঁদের বেশির ভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থী। আজ সোমবার ভোরে সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়। ঢাকায় নিহত ব্যক্তির নাম আতিকুর রহমান (২৩)। তাঁর বাড়ি জুরাইন এলাকায়। রাজশাহীতে নিহত ব্যক্তির নাম খলিলুর রহমান। তাঁর বাড়ি শহরের মেহেরচন্ডী এলাকায়। নিহত আতিকুরের প্রতিবেশী রহমানের ভাষ্য, ভূমিকম্পের সময় প্রায় ১০-১২ জন একসঙ্গে দোতলা থেকে হুড়োহুড়ি করতে নামেন। এ সময় আতিকুর অসুস্থ হয়ে পড়েন। সকাল পৌনে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মোজাম্মেল হক একজনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। রাজশাহীর মেহেরচন্ডী এলাকায় আতঙ্কে ঘর থেকে বের হওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন খলিলুর রহমান নামে এক ব্যক্তি। পরে তিনি সেখানেই মারা যান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ডাইনিংয়ের কর্মচারী। নিহত খলিলুরের প্রতিবেশী রাজীব বলেন, তিনি খাট থেকে নেমে জামাকাপড় নিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় অসুস্থ হয়ে সেখানেই মারা যান। এদিকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মণিপুর রাজ্যে ভূমিকম্পে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে ও ১০০ জন আহত হয়েছে। আজ সোমবার স্থানীয় সময় ভোর চারটা ৩৬ মিনিটে সেখানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৭। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, উৎপত্তিস্থল ইম্ফলে অনেক ঘরবাড়িতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। বিভিন্ন ভবনের দেয়ালও ধসে পড়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, গুয়াহাটি থেকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এনডিআরএফ) ভূমিকম্প দুর্গত এলাকায় যাচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আসামে রয়েছেন। তাঁকেও পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। ৪ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে