সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ১২:৫২:১৭

ভূমিকম্পে এখনো কাঁপছে ভার্চুয়াল জগত

ভূমিকম্পে এখনো কাঁপছে ভার্চুয়াল জগত

ঢাকা : সোমবার ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সকাল সাড়ে ১০টায় আবারো ৩.৭ মাত্রার আফটার শক অনুভূত হয়। ভূমিকম্প নিয়ে আঙ্কক এখন দেশজুড়ে। হাটে, মাঠে, ঘাটে সর্বত্র ভোরের ভূমিকম্প নিয়ে আলোচনা। ভার্চুয়াল জগতেও তা বাদ যায়নি। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মাধ্যম ফেসবুকে এ ভূমিকম্প নিয়ে রকমারি স্ট্যাটাসের ঝড় বইছে। আতঙ্কের পাশাপাশি হাস্য-রসাত্মক স্ট্যাটাসও লিখেছেন। সাংবাদিক সুলতানা রহমান তার স্ট্যাটাসে লেখেন, প্রথমে ভাবলাম ছিঁচকে চোর মাথার কাছে জানালা ধরে টানছে। জানালা তো জানালা, খাট পালঙ্ক সবই থরথর করে কাঁপছে। ভূমিকম্প বোঝামাত্র মনে পড়লো ছেলের কথা। পাশের রুমে। ঘুমাচ্ছে। দৌড়ে যাবো ওর কাছে? ছেলের কাছে পৌঁছানোর আগেই হয় কম্পন থেমে যাবে নয়তো ছাদ ভেঙ্গে মাথায় পড়বে। তবু ছেলেটার নাম ধরে ডাকি,,, শোয়াইব পাটোয়ারী নামের একজন লেখেন, ভাবলাম কেউ পিলার ধরে ধাক্কা দিলো।সত্যি বলতে অনেকদিন পর আমার , আপনার অনেকের খাট কাঁপলো ( সিঙ্গেল সমিতি) আসাদুল্লাহ গালিব নামের একজন লিখেছেন, শীতের রাত হওয়ার পরও অধিকাংশ মানুষ গরম কাপড় ছাড়া নেমেছে। এরমধ্যে এক স্বামী তার স্ত্রীকে ঝগড়া করতে শুনলাম: স্বামীর অভিযোগ, দুটি সন্তান সঙ্গে না নিয়ে কেন সে একা একা নামলো। আরফান শাকিল নামের একজন ফেসবুকে লিখেন, ‘ভূমিকম্পের উছিলায় এলাকার সব সুন্দরী মাইয়্যাগোরে রাইতের বেলায় মেকআপ ছাড়াই দেইখ্যা ফালাইলাম।’ সাঈদ আল হাসান শিমুল লেখেন, আজ ফযরের নামাজে জুম্মার মত লোক সমাগম। ছেলেটি ভূমিকম্প তে নিরাপদ আছে পরম করুনাময়ে কাছে সেই শুকরিয়া আদায় করেই নায়লা নাইমের অর্ধ নগ্ন ফটোতে লাইক দিলো। কীরে আমার বিছানা ধরে নাড়াচাড়া করে কেরে?? এসব নাশকতামূলক কাজ!!!!! বোঝাই যাচ্ছে, ৬.৭ মাত্রা না হয়ে ৮.৭ মাত্রা হলে কী অবস্থা হতো আজ? ৪ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে