সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ০১:৩৫:৫৯

রাতে খালেদার জরুরি বৈঠক

রাতে খালেদার জরুরি বৈঠক

ঢাকা : দলের সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাত সাড়ে আটটায় রাজধানীর গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয় এ বৈঠক করবেন খালেদা জিয়া। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ শীর্ষ নেতারা অংশ নিবেন বলে জানা গেছে। সূত্রের খবর, ৫ জানুয়ারি বিতর্কিত নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির দিন সরকার বিএনপিকে কর্মসূচি পালন করতে না দিলে পরবর্তী করণীয় নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। ৪ জানুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে