সোমবার, ৩০ নভেম্বর, ২০২০, ০৪:৫৯:১১

মাধ্যমিক থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়ার সংবাদটি 'ভিত্তিহীন ও গুজব'

মাধ্যমিক থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়ার সংবাদটি 'ভিত্তিহীন ও গুজব'

নিউজ ডেস্ক : সম্প্রতি দেশের গণমাধ্যমে (এমটিনিউজে নয়) মাধ্যমিক থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়ার একটি ভুয়া সংবাদ প্রকাশিত হয়েছে। তবে সেই খবরটি মিথ্যা বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কেউ  মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়া হবে মর্মে কোনো মন্তব্য করেননি বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

একটি পত্রিকায় ২৯ নভেম্বর ২০২০  তারিখে "শিক্ষামন্ত্রীর  বক্তব্য দেশের মুসলিম জাতিসত্তার জন্য অশনিসংকেত" শিরোনামে প্রকাশিত সংবাদে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সম্মেলনে ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. ঈশা শাহেদী শিক্ষা মন্ত্রী মহোদয়ের বরাত দিয়ে দাবি করেছেন মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা কে বাদ দেয়া হবে। সংবাদটি ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ''বস্তুতপক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউ কখনই মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা বাদ দেয়া হবে মর্মে মন্তব্য করেননি। তাই এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হল।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে