৮ শর্তে আ.লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি
ঢাকা: ৫ জানুয়ারি মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সমাবেশের জন্য ৮ শর্তে অনুমতি দিয়েছে ঢাকা মেট্টোপলিট্রন পুলিশ (ডিএমপি)।
সোমবার ডিএমপি জননিরাপত্তার কথা ভেবে উভয়দলকে ৮টি শর্ত বেধে দিয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের দুই দলকে তাদের কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতির কথা জানান।
তবে সোহরাওয়ার্দী উদ্যানে কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। দলীয় কার্যালয়ের এলাকার মধ্যেই উভয় দলকেই সমাবেশ করতে হবে।
শর্তগুলো হলো- ১। নির্দিষ্ট সময়ের মধ্যে সমাবেশ শেষ করতে হবে। ২। দুপুর থেকে মাগরিবের আজানের পূর্বেই সমাবেশ শেষ করতে হবে। ৩। মাইক ব্যবহার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। ৪। দলীয় কার্যালয় এলাকায় সমাবেশ করতে হবে। ৫। যানজট তৈরি করা যাবে না।৬। সড়ক অবরোধ করা যাবে না। ৭। ব্যানার ফেস্টুনের আড়ালে লাঠিসোঁটা আনা যাবে না। ৮।মিছিল করে সমাবেশে আসা যাবে না; পুলিশের দেওয়া চৌহদ্দির ভেতরে অবস্থান নিয়ে সমাবেশ শেষ করতে হবে।
প্রসঙ্গত, ৫ জানুয়ারি বিএনপি ‘গণতন্ত্র হত্যা’ দিবস এবং আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয়’ পালন করার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চায়।
৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল
�