সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ০৫:১০:২৯

‌‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সচিবদের তুলনা চলে না’

‌‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সচিবদের তুলনা চলে না’

ঢাকা: বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সচিবদের তুলনা চলে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রফেসর আনিসুজ্জামানের নাম উল্লেখ করে বলেছেন, ‘তার সঙ্গে কি সচিবদের তুলনা চলে?’ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিসিএস শিক্ষা ক্যাডারের বেতন-বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু শিক্ষকরা সচিবদের সঙ্গে তুলনায় আসতে চান তা হলে তাদের চাকুরির বয়স ৬৫ থেকে ৫৯ করি? তারা বাইরে ক্লাস নেন, সেটা কি সচিবরা করতে পারেন? তা হলে এটা বন্ধ করে দিই?’ এর আগে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এক অনির্ধারিত আলোচনায় শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশ্ববিদ্যালয় শিক্ষক ও বিসিএস শিক্ষা ক্যাডারদের বেতন-বৈষম্যের প্রসঙ্গটি তুললে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে