সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ০৬:১৪:৫৩

‘এটা আল্লাহর রহমত’

 ‘এটা আল্লাহর রহমত’

ঢাকা : ভারতের মনিপুরে শক্তিশালী ভূমিকম্পে বাংলাদেশ কেঁপে উঠলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এটা ‘আল্লাহর রহমত’। সোমবার ভোরে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মভীরু। এদেশে আল্লাহর রহমত আছে। অনেক সময় অনেক গবেষক যে গবেষণা করেন, বাংলাদেশের এরিয়ায় তা সঠিকভাবে ফলেনি। গবেষকরা বলেছেন, ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হলেই ম্যাসাকার হয়ে যাবে। ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়ে গেল, আল্লার রহমতে একটা বিল্ডিংয়েও ফাটল ধরেনি। ভোরে যে ভূমিকম্পে বাংলাদেশ কেঁপে উঠেছে, তার কেন্দ্র ছিল ঢাকা থেকে ৩৫২ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে ভারত-মিয়ানমার সীমান্তের কাছাকাছি। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৫৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে পুরান ঢাকার বংশাল এবং কদমতলী থানার রায়েরবাগে দুটি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। সিলেট নগরীর একটি নির্মাণাধীন মার্কেটের দেয়াল ধসে পাশের ভবনে পড়ে চারজন আহত হয়েছেন। মায়া বলেন, ঢাকার মাটি ভূমিকম্পকে সহনশীল করতে পারে। সাত মাত্রার ভূমিকম্প হলেও ঢাকায় ক্ষতি হবে বলে আমার মনে হয় না। এটা আমার আত্মবিশ্বাস। ভূমিকম্পের সময় আতঙ্কের হুড়োহুড়িতে ঢাকা, রাজশাহী ও লালমনিরহাটে তিনজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ৪ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে