জনতাবাগে হেলে পড়েছে ৬ তলা ভবন, সিদ্ধান্ত কাল
নিউজ ডেস্ক : সোমবার ভোরে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে হেলে পড়েছে রাজধানীর কদমতলী থানার জনতাবাগের পাটোয়ারির ৬ তলা ভবন। এতে ভবনে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় সবাই ঘুমে থাকায় হুড়োহুড়ি করে কেউ নিচে নামেনি। পরে নিচে নেমে আসলেও পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। তবে পাশের নির্মাণাধীন ১০ তলা ভবনে পাটোয়ারির ৬ তলা ভবন হেলে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে তারা।
এ ব্যাপারে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী এমটিনিউজ২৪কে জানান, জনতাবাগে হেলে পড়া ৬ তলা ভবন থেকে ২০টি পরিবারকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। আজ সকালে রাজউক কর্তৃপক্ষ ভবনটি সিলগালা করে দিয়েছে।
তিনি জানান, আগামীকাল মঙ্গলবার ভবনটি বুয়েটের প্রকৌশলীরা পরিদর্শন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। হেলে পড়া বিল্ডিংয়ে কেউ যাতে উঠানামা না করে সেজন্য নজরধারী করছে পুলিশ।
উল্লেখ্য, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে ৩৫২ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে ভারত-মিয়ানমার সীমান্তের কাছাকাছি। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৫৫ কিলোমিটার গভীরে।
এদিকে ভূমিকম্পের সময় আতঙ্কের হুড়োহুড়িতে ঢাকা, রাজশাহী ও লালমনিরহাটে তিনজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
৪ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�