‘চোরাবালিতে আটকে গেছে বিএনপি’
ঢাকা : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চোরাবালিতে আটকে গেছে বিএনপির রাজনীতি। একইসঙ্গে তিনি 'গণতন্ত্র হত্যা দিবস’ নয় বিএনপিকে ‘অনুতাপ দিবস’ পালনের পরামর্শ দিয়েছেন তিনি।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের জন্য কোনো চ্যালেঞ্জই নয় বিএনপি। দলটির আন্দোলন চোরাবালিতে পড়েছে। ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে দলটি।
ওবায়দুল বলেন, এক সময় বিশ্বব্যাংক আমাদের চোর বানানোর চেষ্টা করেছিল। কিন্তু আমরা প্রমাণ করেছি, বাঙালি চোরের জাতি নয়, বীরের জাতি।
তিনি বলেন, সবক্ষেত্রে পাকিস্তানের চেয়ে এগিয়ে গেছে বাংলদেশ। যারা বাংলদেশকে পাকিস্তান বানাতে চায় ভুল করছে তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক জাকির হোসেন।
উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেনসহ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতারা ।
৪ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�