সোমবার, ০৪ জানুয়ারী, ২০১৬, ০৮:৩৭:৩৯

গণপিটুনি দিয়ে পাঁচ যুবকের ঘাড়ে গরুর জোয়াল

গণপিটুনি দিয়ে পাঁচ যুবকের ঘাড়ে গরুর জোয়াল

সাভার: নেশা করতে বাধা দেয়ায় এক বৃদ্ধকে কুপিয়ে আহত করে ৫ মাদকসেবী। এ ঘটনায় পর এলাকাবাসী ওই বৃদ্ধকে বাঁচাতে এগিয়ে এলে আহত হন অন্তত ২৫ জন। সোমবার সাভারের হেমায়েতপুরে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী এক জোট হয়ে ওই পাঁচ মাদকসেবী যুবককে আটক করে প্রথমে গণপিটুনি এবং পরে প্রত্যেকের ঘাড়ে বাস (গরুর জোয়াল) বেধে পুরো এলাকা ঘোরানো হয়। ওই পাঁচ মাদকসেবী হলো আলামিন (১৯), রাব্বি (১৯), মোহাম্মদ আলি (১৪), সানু (২১) ও মোহসিন (২১)। তারা সবাই হেমায়েতপুর এলাকার বাসিন্দা। আটককৃত ৫ মাদক সেবী যুবক ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলে স্থানীয় লোকজন জানান। স্থানীয় সূত্রে জানা বিকেলে হেমায়েতপুর এলাকায় আব্দুল হালিম নামের ষাটোর্ধ্ব এক বৃদ্ধের খালি ঘরে মাদক সেবন করতে যায় ৫ মাদকসেবী যুবক। পরে ওই বৃদ্ধ এতে তাদেরকে বাধা দেন। তখন মাদকসেবীরা বাড়ি থেকে চলে যায়। পরে ওই বৃদ্ধ হেমায়েতপুর বাসষ্ট্যান্ড এলাকায় গেলে ৫ মাদকসেবী যুবক তাকে আটক করে এলোপাথারিভাবে কুপিয়ে জখম করে। এ সময় ওই বৃদ্ধকে পথচারীরা বাঁচাতে এলে মাদকসেবী ওই ৫ যুবক তাদেরকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। এতে অন্তত ২৫ জন আহত হয়। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে ওই ৫ যুবককে হেমায়েতপুরের ‘কুলাশু চক’ থেকে আটক করে গণপিটুনি দিয়ে প্রত্যেককে বাঁশ দিয়ে ঘাড় সোজা দুই হাত বেঁধে পুরো এলাকা প্রদক্ষিণ করায়। এ সময় শ’ শ’ মানুষ সেখানে জড়ো হয়। ঘটনাটি পরে থানাকে অবহিত করা হয়। ৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে