বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০, ০৮:৫০:০৬

আমরা আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি হারিয়ে ফেলেছি : ফারুক

আমরা আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি হারিয়ে ফেলেছি : ফারুক

নিউজ ডেস্ক : আকবর হোসেন পাঠান ফারুক। তিনি একাধারে চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা ও সাংসদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তি সংগ্রামে। তরুণ বয়স থেকেই তিনি জড়িত রাজনীতির সঙ্গে। খুব অল্প বয়সে আন্দোলন সংগ্রামে কাছ থেকে দেখেছেন জাতির জনককে। 

বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে দর্শকপ্রিয় এ অভিনেতা জানান, স্ত্রীসহ করোনামুক্ত হয়েছেন তিনি। দুইবার করোনায় আক্রান্ত হয়ে সেরে উঠেছেন ফারুক। এজন্য সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভুলেননি এ অভিনেতা। দেশ স্বাধীনের ৪৯ বছর হলো, কাঙ্ক্ষিত বাংলাদেশ পেয়েছেন? এমন প্রশ্নের উত্তরে মিয়াভাই খ্যাত চিত্রনায়ক ফারুক বলেন, ''আমরা যে চিন্তা নিয়ে যুদ্ধ করেছি সে চিন্তার মাথাটা প্রথম ভেঙে দেওয়া হয়েছিল ১৯৭৫ সালে।'' 

তিনি বলেন, ''আমরা যা চেয়েছি সেটা মাঝপথে ভূলুণ্ঠিত হয়েছিল। বঙ্গবন্ধু দিয়ে গেছেন একটি দেশ, একটি দেশের পরিচয়, একটি ভাষায় পরিচয়। এই মহান নেতাকে আমি চোখের সামনে দেখেছি। তার নামটি এলেই আমি খুব মজা পাই এবং তার নামটি আমার বারবার বলতে ইচ্ছা করে। বর্তমানে আমাদের নেত্রী শেখ হাসিনা যেভাবে উন্নয়ন করে যাচ্ছেন, দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে আমি মনে করি, আগামীতে কাঙ্ক্ষিত বাংলাদেশ পাওয়ার সম্ভাবনা আছে।''

কাঙ্ক্ষিত চলচ্চিত্র ইন্ডাস্ট্রি পেয়েছেন? জানতে চাইলে ফারুক বলেন, ''হারিয়ে ফেলেছি, হারিয়ে ফেলেছি। আমরা আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি হারিয়ে ফেলেছি। কাঙ্ক্ষিত বললে আমি বলব, আমরা হারিয়ে ফেলেছি। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু আমাদের যে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি দিয়ে গিয়েছিলেন সেটি অনেক বড় ছিল। সেটিকে আসলেই একটা ইন্ডাস্ট্রি মনে হতো। কিন্তু এখন ধীরে ধীরে কাদের কালো হাতের ছায়ায় এটা যেন সরে গেছে।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে