বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০, ১২:২০:৩৬

বাংলাদেশ-ভারতের মধ্যে সাত সমঝোতা স্মারক সই

 বাংলাদেশ-ভারতের মধ্যে সাত সমঝোতা স্মারক সই

নিউজ ডেস্ক : বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংশ্লিষ্ট সাত মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা ও ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এতে সই করেন। হাসিনা-মোদি ভার্চ্যুয়াল শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে সমঝোতা স্মারকগুলো সই হয়েছে।

কৃষি খাতে সহযোগিতা, নয়াদিল্লি জাদুঘরের সঙ্গে বঙ্গবন্ধু জাদুঘরের সহযোগিতা, হাতির সুরক্ষায় অভয়ারণ্য নিশ্চিত করা, হাই ইমপ্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প চালু, বাংলাদেশ-ভারত প্রধান নির্বাহী কর্মকর্তা ফোরামের ট্রাম্প অব রেফারেন্স এবং বরিশালে সুয়ারেজ প্রকল্পের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে যন্ত্রপাতি কেনাকাটায় সমঝোতা স্মারক সই হয়‌।

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে স্থান পাবে করোনা-পরবর্তী সহযোগিতা, বাণিজ্য , সীমান্ত হত্যা বন্ধ ও অভিন্ন নদীর পানি বণ্টন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে