সোমবার, ০৩ আগস্ট, ২০১৫, ০৫:৫২:১২

প্রশ্নপত্র ফাঁসে তিন শিক্ষকসহ আটক ৯

প্রশ্নপত্র ফাঁসে তিন শিক্ষকসহ আটক ৯

নিউজ ডেস্ক : প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে তিন শিক্ষকসহ ৯ জনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তবে এখন পর্যন্ত আটকদের নাম জানা যায়নি। রোববার রাতে পৃথক অভিযানে রাজধানীর ডেমরা ও যশোর থেকে তাদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, ‘পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে যশোর থেকে ৬ জন ও ঢাকার ডেমরা এলাকা থেকে ৩ জন রয়েছেন। ডেমরা থেকে আটক ৩ জনই কলেজ শিক্ষক বলে জানান তিনি।

মুনতাসিরুল ইসলাম জানান, যশোর থেকে আটকরা পলিটেকনিক্যালের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছিলেন। আগামী ১২ আগস্ট ওই প্রশ্নের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাদের কাছ থেকে ফাঁস করা প্রশ্নপত্রও উদ্ধার করা হয়েছে।

এছাড়া ডেমরার গোলাম মোস্তফা কলেজের পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যসহ তিন কলেজ শিক্ষককে আটক করা হয়েছে। তারা এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ছিলেন।

সোমবার বেলা ১১টায় মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে