খালেদাকে নিয়ে মন্ত্রীর ছড়া
ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে মন্ত্রিসভায় নিজের লেখা ছড়া পাঠ করলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।
সম্প্রতি একাত্তরের মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদে ছড়াটি লিখেন তিনি।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। ইয়াফেস ওসমান ছড়াটি মন্ত্রিসভার সদস্যদের পাঠ করে শোনান। এ কথা বৈঠকে উপস্থিত এক মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন।
ইয়াফেস ওসমানের ছড়া—
লন্ডন ফেরত বেগম সাহেব
দিলটা তবু পাকি
মুক্তিযুদ্ধ হয়নি আদৌ
বলতে কেবল বাকি।
পাকি প্রেমে বিভোর হয়ে
বলছে পাকি বুলি
‘পেয়ার কিয়া তো ডরনা কিয়া’
ধরছে গানের কলি।।
মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে শেষের দিকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ছড়াটি পাঠ করেন। ছড়াটি নিয়ে কেউ মন্তব্য না করলেও হাততালি দিতে ভুলেননি কেউ।
ইয়াফেস ওসমান মন্ত্রিসভার বৈঠকে প্রায়ই বিভিন্ন বিষয়ে ছড়া পাঠ করে শোনান। এবারও তার ব্যত্যয় ঘটেনি।
৪ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�