‘সরকারের ভাবমূর্তি নষ্ট করছে ওলামা লীগ’
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতারা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং ধর্ম যার যার রাষ্ট্র সবার। তাই বাংলাদেশে রাজনীতি করতে হলে মুক্তিযুদ্ধকে স্বীকার করতে হবে। ওলামা লীগের একাংশ ঐক্য পরিষদ নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
তারা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে সচেষ্ট রয়েছে। নষ্ট করছে সরকারের ভাবমূর্তি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল এক সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদ নেতারা এ কথা বলেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।
তিনি বলেন, ওলামা লীগের বক্তব্য সরকারি দলের বক্তব্য কিনা তার সুস্পষ্ট ব্যাখ্যা থাকা উচিত। ওলামা লীগ আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত এবং মুক্তিযুদ্ধকালীন অন্যতম সেক্টর কমান্ডার সি আর দত্ত বীরউত্তম এর বিরুদ্ধে সাম্প্রদায়িক অপপ্রচার চালাচ্ছে। এটি রাজাকারদের দাবি। সম্মেলনে সংগঠনের সিনিয়র নেতা কমল দেবনাথ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মিলন কান্তি দত্ত ও দীপঙ্কর ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
৫ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি