বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০, ০৭:৪০:৫৯

তখন কেউ বলবে ট্রাম্পের মতো আচরণ করছি: ঢাবি ভিসি

তখন কেউ বলবে ট্রাম্পের মতো আচরণ করছি: ঢাবি ভিসি

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়ার দাবির মুখে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেছেন, জাতীয়ভাবে একটি সিদ্ধান্ত হলে সেটি এক রকম। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এ ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে পুরো জাতিকে অন্যদিকে নিয়ে যেতে পারি না। তখন কেউ বলবে ট্রাম্পের মতো আচরণ করছি। এটি একেবারেই অযৌক্তিক হবে। ফলে এ বিষয়গুলোকে মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে।

স্নাতক শেষবর্ষ ও স্নাতকোত্তর পরীক্ষা নেয়ার পূর্বে স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চিত করে শিক্ষার্থীদের জন্য হল খুলে দেয়ার দাবি নিয়ে বৃহস্পতিবার দুপুর ১২টায় উপার্যের কার্যালয়ে তার সঙ্গে ঢাবি ছাত্রলীগ নেতারা সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. একে এম গোলাম রাব্বানী, ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, সাবেক ডাকসু ও সিনেট সদস্য তিলোত্তমা শিকদারসহ অন্যান্য নেতারা।

সাক্ষাতের সময় ছাত্রলীগের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, তোমাদের দাবির সঙ্গে আমি দ্বিমত পোষণ করি না। কিন্তু বিষয়টি হল এটি কোনো সাধারণ বন্ধ নয়। এ বন্ধ হল প্যানডেমিক মুহূর্তে উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ। এ বন্ধ হল ইনফেকশাস ডিজিজ (সংক্রামক ব্যাধি) ঠেকানোর জন্য বন্ধ। এখানে মামলা করার বিধান আছে। আজ যদি কেউ হঠকারী সিদ্ধান্ত নেয়, তাহলে বড় আকারের ঝুঁকি এবং আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে