এবার শর্ত মেনে সমাবেশ
নিউজ ডেস্ক : এবার শর্ত মেনে সমাবেশ করতে পারবে আওয়ামী লীগ ও বিএনপি। নির্বাচনের দুই বছর পূর্তির দিনে আওয়ামী লীগ ও বিএনপি- দুই দলকেই নিজেদের কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, হুমকি পর্যালোচনা ও স্থানীয় থানার মতামতের ভিত্তিতে দুটি রাজনৈতিক দলকে তাদের কার্যালয়ের ভেতরে এবং সামনে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সমাবেশ করতে হবে। তবে তাদের বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে।
আজ সোমবার বিকেল সোয়া ৪টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, সমাবেশের অনুমতি দেওয়া হলে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বেশ কিছু শর্ত দলগুলোকে মানতে হবে। শর্তগুলো হলো : দুই দলকে দলীয় কার্যালয়ের ভেতরে (ইনডোর) সমাবেশ করতে হবে। মাইক ব্যবহার নিয়ন্ত্রণ থাকবে, রাস্তা অবরোধ করে সমাবেশ করা যাবে না। যানজট তৈরি করা যাবে না। ব্যানার-ফেস্টুনের আড়ালে লাঠিসোঁটা আনা যাবে না। মিছিল করে সমাবেশে আসা যাবে না। পুলিশের দেওয়া চৌহদ্দির ভেতরে সামবেশ সীমিত রাখতে হবে। পুলিশের নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে।
কমিশনার বলেন, এ শর্তগুলো মেনে আমরা অনুমতি দেওয়ার কথা ভাবছি। দুটি দলের জন্য একই শর্ত বহাল থাকবে। গণতন্ত্রের নামে মানুষ পুড়িয়ে মারলে একবিন্দু ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, আমরা যে অনুমতি দিতে চাচ্ছি, সেটা ইনডোর অনুমতি। সমাবেশ করতে গিয়ে রাস্তা অবরোধ করা যাবে না।
৫ জানুয়ারি উপলক্ষে দেশের প্রধান দুটি রাজনৈতিক দল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছিল। একই স্থানে একাধিক রাজনৈতিক দল ও সংগঠন সমাবেশ করতে চাইলে ডিএমপি কাউকেই অনুমতি দেয়নি। পরে দলগুলো দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের জন্য ফের আবেদন করে।
তিনি জানান, আওয়ামী লীগ ও বিএনপি ও মুক্তিযোদ্ধা সংসদ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছিল। দুটি দল, একটি সংগঠন একই স্থানে একই সময়ে সমাবেশ করতে চেয়েছিল বলে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অনুমতি দেওয়া হয়নি। পরবর্তী সময়ে বিএনপি ও আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চায়।
তিনি বলেন, দুটি দলের আবেদন পল্টন থানার ওসি ও মতিঝিল জোনের উপকমিশনারের (ডিসি) কাছে পাঠিয়েছি। এ সমাবেশ করতে গেলে আইনশৃঙ্খলা অবনতি হবে কিনা, জননিরাপত্তা বিঘ্নিত হবে কিনা- তা তদন্ত করে মতামত দিতে বলা হযেছে। তাদের কাছ থেকে এখনো মতামত পাইনি। তবে খুব দ্রুত তাদের কাছ থেকে চূড়ান্ত মতামত পাব। মতামত পাওয়ার পর শর্তসাপেক্ষে অনুমতি দেওয়ার কথা ভাবছি। কালেরকণ্ঠ
৫ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি