রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০, ০৮:১৪:০২

আল্লামা শফি হত্যাকাণ্ডের মামলায় সরকারের সম্পৃক্ততা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আল্লামা শফি হত্যাকাণ্ডের মামলায় সরকারের সম্পৃক্ততা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : আল্লামা শফি হত্যাকাণ্ডের মামলার তদন্তে পুলিশ সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিচার বিভাগ স্বাধীন আর এই মামলার সঙ্গে সরকারের কোন সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি। রোববার সকালে রাজধানীর এলেনবাড়িতে গণপূর্ত সম্পদ অধিদপ্তরে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সম্পর্কে নতুন প্রজন্ম যাতে জানতে পারে সেজন্যই বঙ্গবন্ধু কর্ণার করা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এসময় আল্লামা শফি হত্যাকাণ্ডের মামলা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আল্লামা শফি সাহেবের অনুসারীরা, তার ভক্তরা কিংবা তার প্রিয়জনরা মামলাটি করেছেন। এর সঙ্গে সরকারের কোন সংশ্লিষ্টতা নাই।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বিচার বিভাগ এই মামলাগুলো নিয়ে নিজেরাই সিদ্ধান্ত নেবে কি করবেন, কত দ্রুততার সাথে এটা শেষ করবেন। আমাদের এখানে করার কিছু নাই। আমাদের যেটা করণীয় সেটা হলো তদন্ত করা। বিচার বিভাগের নির্দেশনা পেলে তদন্তটা আমরা সময়মত করে দেব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে