রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০, ০৮:৪৩:৩৮

এতো স্মার্ট আইজিপির আন্ডারে এমন এক এসপি থাকাটা লজ্জার : ব্যারিস্টার সুমন

এতো স্মার্ট আইজিপির আন্ডারে এমন এক এসপি থাকাটা লজ্জার : ব্যারিস্টার সুমন

নিউজ ডেস্ক : 'একজন গ্রাম্য মাতব্বরের মতো আচরণ তো একজন পুলিশ কর্মকর্তা করতে পারেন না। আপনারা জানেন, রংপুরের সিআইডির এসপি মিলু মিয়া বিশ্বাস একজন নাপিতের সঙ্গে ডাক্তারের বিয়ে মেনে নিচ্ছেন না। যদিও তারা প্রাপ্তবয়স্ক এবং পরিপূর্ণভাবে আইনী প্রক্রিয়ায় সংসার করছেন। উনি তাদেরকে একটি অপহরণ মামলায় ধরে এনে বলছেন যে, কোনোভাবেই নাকি একজন ডাক্তারের সঙ্গে একজন নাপিতের বিয়ে হতে পারে না।'

মানুষে মানুষে যেখানে সমানাধিকারের কথা বলেন, যেখানে সংবিধানের সকল জায়গায় একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের কখনই কোনো সুপিরিওরিটি দেওয়া হয় নাই...। 'একজন কনস্টেবল যদি এই কথা বলতেন সহ্য করা যায়, কিন্তু সিআইডির একজন এসপি যখন এই ধরনের কথা বলেন, তখন আমার কাছে মনে হয় কী ধরনের নৈতিক শিক্ষা পুলিশকে দেওয়া হয়েছে যার কারণে একজন এসপি ২০২০ সালে এসে এই কথা বলতে পারেন যে- একজন নাপিতের সঙ্গে ডাক্তারের বিয়ে হতে পারে না! আপনি কারে বিয়ে করবেন, কে কারে বিয়ে করবে এটা তো পুলিশের দেখার বিষয় না। পুলিশ হচ্ছে একটা ডিসিপ্লিনড ফোর্স, আইনের এবং পদ্ধতির মধ্য দিয়ে পুলিশ চলবে। আমি মনে করি এটা পুলিশ ডিপার্টমেন্টের জন্য চরম লজ্জার।'

'আমি আইজিপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এত স্মার্ট একজন আইজিপির আন্ডারে এমন একজন... সারা বাংলাদেশে কত নিউজ হইতেছে, এটা কত লজ্জার জানেন? গ্রাম্য মোড়লের মতো মাতব্বরের মতো যদি পুলিশ একটা ডিসিপ্লিন্ড ফোর্সের সদস্য হয়ে এইসব করেন...। এমনিতেই তো বেশিরভাগ মানুষ পুলিশের বিরুদ্ধে কিছু বলতে পারে না। কারণ আপনারা বিভিন্ন কারণে মানুষকে, আমাকেই তো জেলে দিয়ে দিতে পারেন। কিন্তু একটা জিনিস শোনেন, আপনারা এত বড় অন্যায় যদি করেন, এইটা কিন্তু মানুষ মেনে নিবে না।'

'আপনি তার ওপর করলেন কি, সিআইডির এসপি যিনি, এই নাপিত আর ডাক্তারের কাপলকে ধরে ক্যামেরার সামনে নিয়ে আসলেন। ছবি তুললেন এবং আপনি অ্যালাউ করলেন। আপনি বলছেন যে আপনি উদাহরণ তৈরি করতে চান যাতে আর কোনো ডাক্তারের সাথে আর কোনো নাপিতের বিয়ে না হয়। আপনি জানেন যে, হাইকোর্ট-সুপ্রিমকোর্টের ডাইরেকশন আছে, কোনোভাবেই কোনো তদন্ত বা মামলার আসামিকে ক্যামেরার সামনে নিয়ে আসতে পারবেন না। এই যে সামাজিক স্টিগমা তাদেরকে পুলিশের পক্ষ থেকে দিলেন, যদিও বাংলাদেশে এমন কঠোর আইন নাই, নাইলে ক্ষতিপূরণের মামলাতেই তো আপনার বহুদূর যাইতে পারার কথা।'

'আমি দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় আইজিপি মহোদয়ের, এই ধরনের অফিসার যদি আপনারা রাখেন এইরকম গুরুত্বপূর্ণ পোস্টে, তাইলে পুলিশের বদনাম ছাড়া সুনামের কোনো সুযোগ নাই। এত ভালো ভালো কাজ আপনারা করেন, শুধু এইরকম দুই-একজন এইরকম অফিসারের জন্য.... এইরকম কথা তো গ্রাম্য মাতব্বরেরাও ইদানিং বলে না। মানুষ তো অনেক আগাইছে। সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ পৃথিবীটারে কোথায় নিয়ে গেছে। রংপুরের সিআইডির একজন এসপি যখন এই কথা বলেন, তখন যাওয়ার আর জায়গা থাকে না। একজন কনস্টেবলেরও তো এখন এর চেয়ে আন্ডারস্ট্যান্ডিং আছে যে কীভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে