মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ১২:০২:০১

বিকল্প উপায়ে প্রতিটি শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে

বিকল্প উপায়ে প্রতিটি শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে

নিউজ ডেস্ক : উৎসবের মধ্য দিয়ে বছরের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়ার আনুষ্ঠানিকতা এবার হচ্ছে না। দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় এ উৎসব বাতিলের ঘোষণা হয়েছে আগেই। অন্যদিকে, জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে এবারের এইচএসসি পরীক্ষার্থীদের ফলাফল ঘোষণা করা হবে শিগগিরই। কবে ফল ঘোষণা করা হবে এবং শিশুদের হাতে কীভাবে নতুন বছরের পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে তা নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে অনলাইনে বিস্তারিত কথা বলবেন। মঙ্গলবার দুপুর ২টায় শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী এর আগে এক সভায় জানিয়েছেন, এবারের বই উৎসব হচ্ছে না। তবে বিকল্প উপায়ে প্রতিটি শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অন্যান্যবার ৩১ ডিসেম্বর বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরদিন ১ জানুয়ারি দেশব্যাপী পাঠ্যপুস্তক উৎসবের আয়োজন করা হয়। কিন্তু এবার বই উৎসবের আয়োজন না থাকলেও প্রধানমন্ত্রী অনলাইনে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে পারেন। এরপরই সারা দেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে