মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ০৪:৪৩:৫৬

কর্মসংস্থান সৃষ্টির জন্য দেশে আরও ইকোনমিক জোন করা হবে: প্রধানমন্ত্রী

কর্মসংস্থান সৃষ্টির জন্য দেশে আরও ইকোনমিক জোন করা হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : দেশে আরও ইকোনমিক জোন করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার এনইসি সভায় অষ্টম পঞ্চম (২১-২৫) বার্ষিক পরিকল্পনা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে ভার্চ্যুয়ালি এনইসি সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

এনইসি সভা শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, অষ্টম পঞ্চম বার্ষিক পরিকল্পনা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এটা অনুমোদন দেওয়ার সময় প্রধানমন্ত্রী নতুন ইকোনমিক জোন করার ঘোষণা দিয়েছেন। 'বর্তমানে একশটি ইকোনমিক জোন হচ্ছে। এর বাইরে আরও ইকোনমিক জোন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে আরও কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে