বিএনপির সমাবেশে থাকছে না শরীক দল
ঢাকা : ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবসে’ অখ্যা দিয়ে আজ সমাবেশ করবে বিএনপি। তবে এতে অংশ নিচ্ছে না ২০ দলীয় জোটের অন্য কোন শরীক দলের নেতা।
সময় স্বল্পতা এবং নির্দিষ্ট সময়ে কর্মসূচি শেষ করার শর্ত থাকায় শরীকদের অংশ গ্রহণ থাকছে না। সমাবেশে বিএনপির শীর্ষ নেতারাও সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে দীর্ঘ বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দলটির জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়। রাত সাড়ে ৯টায় বৈঠকটি শুরু হয়ে চলে রাত পৌনে ১১টা পর্যন্ত।
বৈঠক সূত্র জানায়, বিএনপির সমাবেশ কর্মসূচিতে জোটের শরিক দলের কোনো নেতাকে দেখা যাবে না। বৈঠকে খালেদা জিয়ার নিরাপত্তার জন্য আইনপ্রয়োগকারী সংস্থার কঠোর নজরদারি কামনা করা হয়।
বৈঠকে সূত্রে জানা যায়, সমাবেশে মূলত বিএনপি নেত্রীর বক্তব্যেই মূল ফোকাস থাকবে। দেশে সৃষ্ট রাজনৈতিক সংকটের সামাধান করতে সরকারের প্রতি আহ্বান জানাবেন তিনি। এছাড়া সরকারকে সংলাপে বসতে এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনের দাবি উপস্থাপন করবে বেগম জিয়া।
এছাড়াও আজকের সমাবেশে বক্তব্য দেওয়ার সময়ে দলের জ্যেষ্ঠ নেতাদের কোনো ধরনের উস্কানিমুলক মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য বৈঠকে বিএনপি চেয়ারপারসন নির্দেশ দিয়েছেন।
এছাড়া সমাবেশে আসা নেতাকর্মীরা যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন সেই বিষয়টি নিশ্চিত করা ওপর গুরুত্বরোপ করেছেন বিএনপি প্রধান।
বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জে (অব) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জে (অব) আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
৫ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন