মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ১০:০০:১৭

মীর কাসেম আলীর আপিল শুনানি কাল

মীর কাসেম আলীর আপিল শুনানি কাল

ঢাকা : ৭১'র মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মীর কাসেম আলীর আপিলের শুনানি আগামীকাল (৬ জানুয়ারি, বুধবার) নির্ধারণ করেছেন আদালত। আজ মঙ্গলবার এ রায় শুনানির দিন নির্ধারণের জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে দিন নির্ধারণ পিছিয়ে যায়। প্রধান বিচারপতি এস সে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুরাদ রেজা। ৫ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে