বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ০৯:০৮:৪২

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটিতে মাশরাফি

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটিতে মাশরাফি

নিউজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরএই উপ-কমিটির অনুমোদন দেন। ওই কমিটিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইলের সাংসদ মাশরাফি বিন মোতুর্জা।

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক খন্দকার বজলুল হককে চেয়ারম্যান ও আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেনকে সদস্য সচিব করে এ উপ-কমিটি গঠন করা হয়। আওয়ামী লীগের সংসদ সদস্যদের প্রাধান্য দিয়ে এবার এই উপ-কমিটি গঠিত হয়েছে। উপকমিটির সদস্য হলেন যারা। 

কমিটির সভাপতি করা হয়েছে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীকে। ৬ জন সদস্য মধ্যে আছেন, পার্বত্য রাঙামাটির সাংসদ দিপংকর তালুকদার, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আমিরুল আলম মিলন, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোতুর্জা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাহিদ ইজাহার খান ও মমতাজ বেগম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে