খালেদা জিয়ার নামে খোলা পেজটি ফেইক : বিএনপি
ঢাকা : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে সম্প্রতি (BNP Begum Khaleda Zia) নামে খোলা ফেসবুক পেজটি ফেইক বলে দাবী করা হয়েছে দলটির পক্ষ থেকে।
মঙ্গলবার বিএনপির যুগ্ম-মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল করি রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পেজ খোলা হয়েছে। (BNP Begum Khaleda Zia) নামের ওই পেজটি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে পরিচালনা করা হচ্ছে বলে প্রচার করা হচ্ছে। কিন্তু চেয়ারপারসনের নামে খোলা পেজটি ফেইক। গুলশান কার্যালয়ের কোনো কর্মকর্তা এই পেজের সঙ্গে সংশ্লিষ্ট নয়।
বিএনপির সকল নেতা-কর্মী এবং সমর্থকদের ফেসবুক পেজটি সম্পর্কে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
পেজটির ইইউআরএল এড্রেস হচ্ছেঃ https://www.facebook.com/begumziaBNP/
৫ জানুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন