মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ০১:০৭:০৯

প্রস্তুতি শেষ, এখন সমাবেশের জন্য অপেক্ষা

প্রস্তুতি শেষ, এখন সমাবেশের জন্য অপেক্ষা

ঢাকা: রাজধানীতে ৫ জানুয়ারি উপলক্ষে পূর্ব ঘোষিত সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির প্রাথমিক প্রস্তুতি শেষ হয়েছে। এখন শুধু সমাবেশ জন্য অপেক্ষা। আওয়ামী লীগ দুটি সমাবেশ করবে। বেলা আড়াইটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও ধানমন্ডি-৩২ নম্বর সড়কের রাসেল স্কয়ারে এবং বিএনপি বেলা দুইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে। আওয়ামী লীগের দুটি সমাবেশে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ জ্যেষ্ঠ নেতারা ভাগ হয়ে অংশ নেবেন। বিএনপির সমাবেশে দলের চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নেবেন। সমাবেশের জন্য ইতিমধ্যে উভয় দলেরই মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। সেখানে নিরাপত্তায় আছেন পুলিশের সদস্যরা, আছেন দলের নেতা-কর্মীও। এ ছাড়া বিভিন্ন স্থান থেকে আসা নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন। বিএনপির নেতা-কর্মীরা বলছেন, তাঁদের সমাবেশ শান্তিপূর্ণ হবে। সফল সমাবেশের জন্য প্রস্তুতি এগিয়ে চলছে। প্রধান দুই দলের তিনটি সমাবেশের কারণে আজও রাজধানীতে ব্যাপক যানজট ও জনদুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে। কারণ, তিনটি সমাবেশই হবে ব্যস্ততম সড়কে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু শর্ত সাপেক্ষে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মারুফ হাসান সরদার বলেন, সমাবেশ করার ক্ষেত্রে বিএনপির জন্য যেসব শর্ত, তা আওয়ামী লীগের জন্যও প্রযোজ্য হবে। গত বছর থেকে ৫ জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তিকে আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ ও বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করছে। ৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে