বিশ্ব ইজতেমা ঘিরে রেলমন্ত্রীর প্রশংসিত উদ্যোগ
ঢাকা: আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা মুসল্লিদের জন্য ২৮টি বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনগুলোর টিকিট পাওয়া যাবে ঢাকা ও টঙ্গী স্টেশনের কাউন্টারে। এছাড়া অন্যান্য ট্রেনে অতিরিক্ত আরও ২০টি বগি সংযোজন করা হবে।
মঙ্গলবার রাজধানীর রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।
এবারের বিশ্ব ইজতেমাও দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথমে পর্ব আগামী ৮-১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি শুরু হবে। সব মিলিয়ে বিশ্ব ইজতেমায় বিশেষ ট্রেন সার্ভিসের মাধ্যমে দেড় লাখ অতিরিক্ত যাত্রী বহন করা হবে।
রেলপথমন্ত্রী বলেন, ‘দুই পর্বের ইজতেমার প্রথম পর্বের শুরুর দিন শুক্রবার ঢাকা-টঙ্গী-ঢাকা দু’টি ‘জুম্মা স্পেশাল’, আখেরী মোনাজাতের আগের দু’দিন জামালপুর ও আখাউড়া থেকে দু’টি করে চারটি অতিরিক্ত ট্রেন পরিচালনা করা হবে। আখেরী মোনাজাতের আগের দিন লাকসাম-টঙ্গী একটি, আখেরী মোনাজাতের দিন ঢাকা-টঙ্গী-ঢাকা ৭টি, টঙ্গী-ঢাকা ৭টি, টঙ্গী-লাকসাম একটি, টঙ্গী-আখাউড়া দু’টি, টঙ্গী-ময়মনসিংহ চারটি, মোট ২১টি আখেরী মোনাজাত স্পেশাল ট্রেন চালু থাকবে।’
অন্যদিকে বিশেষ ট্রেন পরিচালনার সুবিধার্থে সূবর্ণ এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস, মহুয়া এক্সপ্রেস, তুরাগ এক্সপ্রেস, ঢাকা-নারায়ণগঞ্জ কমিউটার, ঢাকা-টঙ্গী কমিউটার, ঢাকা-জয়দেবপুর কমিউটার, ঢাকা-কুমিল্লা কমিউটার আখেরী মোনাজাতের দিন বন্ধ থাকবে বলেও জানান মন্ত্রী।
৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল
�