শনিবার, ০৯ জানুয়ারী, ২০২১, ০৯:৪৪:২০

করোনার টিকার জন্য ভারতের উপর নির্ভর করা চরম ঝুঁকিপূর্ণ : রব

করোনার টিকার জন্য ভারতের উপর নির্ভর করা চরম ঝুঁকিপূর্ণ : রব

নিউজ ডেস্ক : প্রজাতন্ত্রের নাগরিকদের মূল্যবান জীবন সুরক্ষা দিতে করোনার টিকা সংগ্রহে জরুরি উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের প্রতি ৪ দফা দাবি উত্থাপন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। আজ শনিবার দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার গণমাধ্যমে বিবৃতির মাধ্যমে এ দাবি তুলে ধরেন।

বিবৃতিতে বলা হয়, বিশ্বের বহু দেশ যখন খুব দ্রুত হার্ড ইমিউনিটি অর্জনের লক্ষ্যে করোনার টিকা দেয়া শুরু করেছে তখন আমাদের দেশে টিকা নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা বিরাজ করছে। ১৭ কোটি জনসংখ্যার বাংলাদেশে ৭০ শতাংশ জনগোষ্ঠী অর্থাৎ প্রায় ১২ কোটি মানুষের ২ ডোজ করে ২৪ কোটি ডোজ টিকার প্রয়োজন হবে। সেক্ষেত্রে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে মাত্র ৩ কোটি ডোজ টিকা একেবারেই অপ্রতুল যা পেতেও আবার ছয় মাস লাগবে, কারণ সে টিকা আসবে প্রতিমাসে ৫০ লাখ করে। 

ফলে বিরাট জনগোষ্ঠী করোনা ঝুঁকিতে থাকবে। বিকল্প উৎস থেকে টিকা সংগ্রহ করার সরকারি কোনো পূর্ব প্রস্তুতি না থাকায় অল্প সময়ে টিকা পাওয়া খুব কঠিন হয়ে পড়বে। করোনা টিকার মত প্রাণরক্ষাকারী অতি গুরুত্বপূর্ণ প্রশ্নে শুধুমাত্র একটি প্রতিষ্ঠান বা ভারতের উপর নির্ভর করা চরম ঝুঁকিপূর্ণ। বিকল্প উৎস থেকে করোনার প্রয়োজনীয় সংখ্যক টিকা সংগ্রহ করা আমাদের রাষ্ট্রের জন্য অতি আবশ্যক। সরকার যথাযথভাবে করোনা টিকা সংগ্রহ করতে না পারলে বহু মানুষের আক্রান্ত হওয়া ও মৃত্যুর মাশুল দিতে হবে।

এ লক্ষ্যে দলটির ৪ দফা দাবি; ১. ভারতের সিরাম ইনস্টিটিউটের বাইরে অন্য কোন উৎপাদনকারী দেশ থেকে দ্রুত করোনা টিকা আমদানির উদ্যোগ গ্রহণ করা। ২. টিকা প্রয়োগের লক্ষ্যে জনবল নিয়োগ, ট্রেনিং, সংরক্ষণ, সরবরাহ, বিতরণসহ সার্বিক ব্যবস্থাপনা বাস্তবায়ন করা। ৩. টিকা দেওয়ার 'প্রায়োরিটি' পরিকল্পনা চূড়ান্ত করে জনসমক্ষে প্রচার করা এবং ৪. টিকা উৎপাদনে দেশীয় প্রতিষ্ঠানকে সরকারের পূর্ণ সমর্থন প্রদান করা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে