মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ০৩:০২:৩১

সাঈদীর রায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে : অ্যাটর্নি জেনারেল

সাঈদীর রায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে : অ্যাটর্নি জেনারেল

ঢাকা : জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাবাসের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করবে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার দুপুরে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম সুপ্রিমকোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। রায়ের সার্টিফাইড কপি পাওয়ার পরই এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। তিনি বলেন, আমি শুরু থেকে বলে আসছি, সাঈদীর আমৃত্যু কারাবাসের রায়ের বিরুদ্ধে রিভিউ করা হবে। গত ৩০ ডিসেম্বর সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ৬১৪ পৃষ্ঠার আমৃত্যু কারাবাসের রায় প্রকাশ করে। রায় প্রকাশের পরই আসামি পক্ষ জানিয়েছিল, সাঈদীর খালাস চেয়ে তারা রিভিউ ‍পিটিশন দায়ের করবে আপিল বিভাগে। সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট পক্ষদের রিভিউ পিটিশন দায়ের করতে হয়। ৫ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে