তিন বছর পর নয়া পল্টনের সভামঞ্চে খালেদা
ঢাকা: নয়া পল্টনে বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত হয়েছেন। জাতীয় নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির এই দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়ে বিএনপি এ সমাবেশ আয়োজন করেছে। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে এরই মধ্যে সভার কার্য্ক্রম শুরু হয়েছে। খালেদা জিয়া এর আগে ২০১২ সালে সর্বশেষ নয়া পল্টনে জনসভায় বক্তব্য দিয়েছিলেন।
অন্যদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগও এদিন বঙ্গবন্ধু এভিনিউ ও ধানমণ্ডি ৩২ নম্বরে সমাবেশ করছে। এই দিনটিকে তারা ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করছে।
এর আগে দুই দল একই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে নির্বাচনের বর্ষপূর্তির কর্মসূচি পালনের অনুমতি চাইলে নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দুই দলকে আলাদা স্থানে সমাবেশের অনুমতি দেয়। আর মহানগর পুলিশ বেলা ২টা থেকে তিন ঘণ্টা সময় ঠিক করে দিয়ে কয়েকটি শর্ত বেঁধে দেয় দুই দলকে।
৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল
�