মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ০৪:৩৫:৪৬

বিএনপির সমাবেশে ভয় পায় আ.লীগ : খালেদা

বিএনপির সমাবেশে ভয় পায় আ.লীগ : খালেদা

ঢাকা : রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে যোগ দিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। দীর্ঘ এক বছরের বেশি সময় পর উন্মুক্ত স্থানে বড় ধরনের কোনো রাজনৈতিক সমাবেশে এ প্রথম যোগদান করলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ বিএনপির সমাবেশ ভয় পায় বলেই জায়গা বেঁধে দেয়, সময় বেঁধে দেয়। এর আগে সমাবেশের শুরুতে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। খালেদা জিয়া দুপুর ২টা ৫০ মিনিটে মঞ্চে উপস্থিত হন। ঢাকা মহানগর বিএনপির আয়োজনে এ সমাবেশে আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঞ্চের ব্যানারে লেখা, ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে জনসভা’। মঞ্চে নির্দিষ্ট সংখ্যক আসন রাখা হয়েছে। উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, এ জেড এম জাহিদ হোসেন ও অ্যাডভোকেট জয়নাল আবেদিন। দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করছে। এ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দীতে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে দলটি। সেখানে অনুমতি না দিয়ে শর্তসাপেক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেয় ডিএমপি। ৫ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে