শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১, ০৮:৫৭:৫৩

শিক্ষার্থীদের আদর্শিকভাবে না গড়লে ঘরে ঘরে আনুশকা-দিহান তৈরি হবে

শিক্ষার্থীদের আদর্শিকভাবে না গড়লে ঘরে ঘরে আনুশকা-দিহান তৈরি হবে

নিউজ ডেস্ক : বাংলাদেশ শিশু অধিকার ফোরাম: ২০১৯ সালের প্রতিবেদন অনুযায়ী প্রতি মাসে গড়ে ৮৪টি শিশু ধর্ষণের শিকার হচ্ছে। এ ছাড়া এক বছরে যৌন নির্যাতন বেড়েছে ৭০ শতাংশ। দর্শন বাংলাদশে দিনদিন বেড়েই চলছে।

নতুন খবর হচ্ছে, রাজধানীর কলাবাগানে ইংলিশ মিডিয়াম মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেল শিক্ষার্থী আনুশকাহ নূর আমিন হত্যায় গ্রেপ্তার হয়েছেন তার বন্ধু ইফতেখার ফারদিন দিহান।

এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আজকাল শিক্ষার নামে শিক্ষার্থীদের বিবাহবহির্ভূত অবাধ যৌনাচারে উৎসাহিত করা হচ্ছে। যা শিক্ষার্থীদের নৈতিক স্খলন ও সামাজিক অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে। এমন শিক্ষাব্যবস্থার পরিবর্তন করে নৈতিকতাসম্পন্ন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষার্থীদের আদর্শিকভাবে গড়ে তুলতে না পারলে ঘরে ঘরে আনুশকা ও দিহান তৈরি হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে