মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ০৫:৩৯:৫০

‘আপনি রক্তের সেই হলি খেলা খেলেছিলেন’

   ‘আপনি রক্তের সেই হলি খেলা খেলেছিলেন’

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, গত ৫ জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৬৪ জন হত্যা ও ১৫শ’ মানুষকে আহত করেছেন, ৭ শ’ গাড়ি পুড়িয়েছেন, ভর্তি পরীক্ষা বন্ধ করেছেন কিসের জন্য? গণতন্ত্রের জন্য মানুষ হত্যা করতে হয় না। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, খালেদা জিয়া চেয়েছিলেন বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে। আপনি রক্তের সেই হলি খেলা খেলেছিলেন। এসময় তিনি আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রেসকোর্স ময়দানে শেখ হাসিনার সমাবেশে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানান। সমাবেশ সফল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রস্তুতি কম থাকা সত্ত্বেও লোক সমাগম বিশাল হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ,সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য হাজী সেলিম প্রমুখ। এছাড়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নেতাকর্মীরাও উপস্থিত রয়েছেন। ৫ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে