মঙ্গলবার, ০৫ জানুয়ারী, ২০১৬, ০৮:০০:৪৩

‘‌কপাল খারাপ খালেদার’

‘‌কপাল খারাপ খালেদার’

ঢাকা : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, কপাল খারাপ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার, আমরা কী করমু? ভোটের সময় আসে না। এখন কাইন্দা একাকার। সাপ গর্তে গেলে সোজা হয়। এখন খালেদা কয় ইলেকশন দিন। মঙ্গলবার বিকেলে রাজধানীর রাসেল স্কয়ারে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়াকে সুরঞ্জিত বলেন, এখন অঙ্গীকার করেন সংবিধান মানি। এই যে নির্বাচনে করলেন, শেখ হাসিনাকে মাইন্নাই করছেন। এখন আরেকটা মাইন্না কন- ১৯ সালের নির্বাচনে যামু, আমরা কমু কবুল। তিনি বলেন, খালেদা জিয়া কইবো, আপনারা কইছিলেন, দশমের পর একাদশ। একদশ মানেই তো ঊনিশ। সংবিধান মাইনা চলতে হলে জাতির জনক বঙ্গবন্ধুকে মানতে হবে। সুরঞ্জিত বলেন, উপজেলা, সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মাইনাই তো অংশ নিয়েছেন। সংবিধান মানবেন না আবার নির্বাচনে আসবেন এমন নীতি পরিহার করুন। এবারের পৌর নির্বাচনে ২২টা পাইছেন। চেষ্টা করেন আগামীতে যাতে ২৩টা পান। তবে মা-ছেলে যে অপকর্ম করেছেন, দেশের জনগণ তার জবাব দেবে। তিনি বলেন, মা-পুতে মিল্লা ইতিহাস খাইছেন গিল্লা। চেষ্টা তো কম করেন নাই। পেট্রলবোমা মারছেন, অবরোধ করছেন। আবার নির্বাচনেও আইছেন। পৌর নির্বাচনে ২২টা পাইছেন, চেষ্টা করলে আগামীতে ২৩টাও পাইতে পারেন। আপননি যে অবরোধ ডাকছিলেন, হেইডার কী হইলো? খালেদা জিয়াকে উদ্দেশ করে সুরঞ্জিত বলেন, পৃথিবীর রাজনৈতিক ইতিহাস বদলাইছে। ক্ষমতায় আসার একমাত্র পথ গণতন্ত্র, সংবিধান, নির্বাচন, নিয়মতান্ত্রিক আন্দোলন। এখন অবরোধ দেবেন না? পেট্রলবোমা মারবেন না? সংঘাত ছেড়ে শান্তির পথে আসুন। আগের অবরোধ এখনো প্রত্যাহার করেননি। সেটা মিটিয়ে আসুন। সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সমাবেশে উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট সাহারা খাতুন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, আক্তারুজ্জামান প্রমুখ। ৫ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে