খালেদাকে নিয়ে মতিয়ার হিন্দি গান
নিউজ ডেস্ক : বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সমালোচনা করে ছড়া-গানের শেষ নেই। গতকাল মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শেষদিকে খালেদা জিয়াকে নিয়ে নিজের লেখা ছড়া পাঠ করে শোনান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।
সম্প্রতি একাত্তরের মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদে ছড়াটি লিখেন তিনি। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। ইয়াফেস ওসমান ছড়াটি মন্ত্রিসভার সদস্যদের পাঠ করে শোনান।
এদিকে আজ খালেদা জিয়ার সমালোচনা করে হিন্দি গান বেছে নিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী।
মতিয়া চৌধুরী বলেন, খালেদা জিয়ার নতুন আবিষ্কার ১৯৭১ সালে নাকি ৩০ লাখ লোক শহীদ হয়নি। এ প্রসঙ্গে মতিয়া চৌধুরীর কণ্ঠে, ‘মে ভুল গেয়া তো সাথ মাগার, তেরা পেয়ার নেহি ভুলে।’
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এ সুর বাজে মতিয়া চৌধুরীর কণ্ঠে।
৫ জানুয়ারির নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণতন্ত্রের বিজয় দিবস দাবি করে এ সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে দুপুর পৌনে তিনটায় সমাবেশ শুরু হয়।
সমাবেশে মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা পেয়েছি পদ্মা সেতু। আওয়ামী লীগ জিতেছে, জিতবে। সিটি করপোরেশনে জিতেছি, উপজেলায় জিতেছি, পৌরসভা নির্বাচনেও জিতেছি। সামনে ইউপি নির্বাচনে জিতবে আওয়ামী লীগ।
তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন বানচালের চেষ্টা করেছিলেন খালেদা জিয়া। কিন্তু তিনি সফল হননি। আমরা যখন গণতন্ত্রের বিজয় দিবস পালন করছি তিনি তখন বিলাপ দিবস পালন করছেন। তাকে আর কখনো বিজয়ের মুখ দেখতে হবে না।
সমাবেশে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু , যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া ও সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য হাজী সেলিম প্রমুখ।
৫ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম