রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১, ০৮:৪৬:১৯

সাজাপ্রাপ্ত পাপুলের এমপি পদের কী হবে?

সাজাপ্রাপ্ত পাপুলের এমপি পদের কী হবে?

নিউজ ডেস্ক : মানবপাচারের দায়ে কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের (স্বতন্ত্র) সংসদ সদস্য (এমপি) কাজী শহিদ ইসলাম পাপুলের পদ থাকবে কি-না, তা নিয়ে চলছে নানা আলোচনা। সংশ্লিষ্টরা বলছেন, আইন অনুযায়ী কোনো এমপির বিরুদ্ধে কমপক্ষে দুই বছরের সাজা হলে তিনি এই পদে থাকতে পারেন না। 

এখন পাপুলের পদের কী হবে, সে বিষয়ে রায়ের কপি না পাওয়া পর্যন্ত কিছু বলতে পারছেন না আইনজীবী ও সরকারের সংশ্লিষ্টরা। মানব ও মুদ্রাপাচারের মামলায় গত ২৮ জানুয়ারি কুয়েতের ফৌজদারি আদালতের বিচারক আবদুল্লাহ আল ওসমান বাংলাদেশের এমপি পাপুলকে চার বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি ৫৩ কোটি টাকা জরিমানাও করা হয়।

দুর্নীতির দায়ে দেশের একজন এমপির বিদেশের মাটিতে এভাবে দণ্ডিত হওয়ায় লজ্জাবোধ করছেন আইনজীবীরা। খোদ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনই বিষয়টিকে 'লজ্জার' বলেছেন। জাতীয় সংসদের স্পিকার ও আইনমন্ত্রী বলেছেন, রায়ের কপি পেলে সংবিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

পাপুলকে গত বছরের ৬ জুন মানবপাচার, ভিসা জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে গ্রেফতার করে কুয়েতের পুলিশ। সে দেশের অপরাধ তদন্ত সংস্থা তার বিরুদ্ধে মানবপাচার ও প্রায় ৫৩ মিলিয়ন কুয়েতি দিনার (প্রায় এক হাজার ৪০০ কোটি টাকা) পাচারের বিষয়ে তথ্য প্রমাণ পায়।

এছাড়া তার মালিকানাধীন প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ সংগ্রহ করে কুয়েতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর ১৭ সেপ্টেম্বর পাপুলের মামলার বিচারিক প্রক্রিয়া শুরু হয়। দ্রুত বিচার শেষে পাপুলের সাজা হয়। পাশাপাশি তার কাজে সহায়তাকারী হিসেবে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মাজেন আল জাররাহসহ সে দেশের দুই কর্মকর্তাকেও চার বছরের কারাদণ্ড দেন আদালত।

কুয়েতে পাপুল মানব ও মুদ্রাপাচারের মামলায় আটক হওয়ার পর থেকেই তার স্ত্রী সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিন প্রধানের সম্পদের অনুসন্ধান চলছে। এ পরিবারের চার সদস্যের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন এবং ১৪৮ কোটি টাকা পাচারের প্রমাণও পেয়েছে দুদক। এ অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। এছাড়া জব্দ করা হয়েছে ব্যাংক হিসাব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে