মঙ্গলবার, ০২ ফেব্রুয়ারী, ২০২১, ০৩:১০:০৬

এদেশে নির্বাচনের নামে প্রহসন করেছিল বিএনপি: প্রধানমন্ত্রী

এদেশে নির্বাচনের নামে প্রহসন করেছিল বিএনপি: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এ কথা বলেন। 

তিনি বলেন, এদেশে নির্বাচনের নামে প্রহসন করেছিল বিএনপি। সরকার জনগণের সেবক ক্ষমতায় এসে আওয়ামী লীগ প্রমাণ করেছে। ইভিএমে আন্তরিকভাবে ভোট দিয়েছে জনগণ, কারচুপির সুযোগ নেই। 

তিনি বলেন, করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে, আরেকটু সহনীয় হলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। 

তিনি বলেন, ক্ষমতায় আসার পর থেকে সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়ন কর্মকাণ্ড বিষদভাবে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মুজিবের বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না।

প্রধানমন্ত্রী বলেন, শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। ইতোমধ্যে ৭০ হাজার গৃহহীনকে ঘর দেয়া হয়েছে। আরো একলক্ষ ঘর নির্মাণের কাজ চলছে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই ঘরগুলো হস্তান্তর করা হবে। স্থানীয় সরকার নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে আওয়ামী লীগ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে