মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২১, ০৬:৪৩:৪১

পবিত্র কোরআন ও ইসলাম নিয়ে বক্তব্য দেবেন না ডা. জাফরুল্লাহ

পবিত্র কোরআন ও ইসলাম নিয়ে বক্তব্য দেবেন না ডা. জাফরুল্লাহ

নিউজ ডেস্ক : পবিত্র কোরআন শরীফ ও ইসলাম নিয়ে গণমাধ্যমে কোনো সাক্ষাৎকার বা বক্তব্য দেবেন না গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ মঙ্গলবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ আমার কাছে জানতে চেয়েছেন, ''গণস্বাস্থ্যের ট্রস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কোরআন শরীফ ও ইসলাম বিষয়ে মুফতি বা আলেমদের সাথে মতবিনিময় করবেন কি না। 

সাংবাদিক বন্ধুদের নিউজ কভারের বিষয়ে আমি গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা এবং ট্রস্টি ডা. জাফরুল্লাহ চৌধরীর কাছে জানতে চাইলে তিনি আমাকে বলেন, ''দৈনিক সকল সংবাদপত্র/টিভি ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল সমূহে পবিত্র কোরআন শরীফ এবং ইসলাম সর্ম্পকে কোনো সাক্ষাৎকার বা বক্তব্য আমি দিবো না। তিনি আরো বলেন, আমি পবিত্র কোরআন শরীফ ও ইসলাম সম্পর্কে ব্যাপকভাবে জানার জন্যে পড়াশুনা করছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে