নিউজ ডেস্ক : ভারত নিয়ে যাদের এলার্জি আছে তাদের করোনা টিকা নিতে বারণ করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। বুধবার রাতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ভারত নিয়ে এলার্জি থাকলে তারা অন্য টিকার জন্য অপেক্ষা করুক। অথবা অন্য কোথায় টিকা আছে সেখানে গিয়ে দিয়ে আসুক।
মীজানুর রহমান বলেন, ''টিকা নিয়ে যারা বিরোধিতা করছে এটা হলো রাজনীতি, ভারতের বিরোধীতা করতে হবে এটাই তাদের রাজনীতি। আর টিকা হলো বিজ্ঞান।'' এছাড়া তিনি আজ টিকা নিবেন জানিয়ে তিনি বলেন, আমি রেজিস্ট্রেশন করেছি, আজ টিকা নেয়ার সম্ভাবনা আছে। সকালে বঙ্গবন্ধু মেডিকেলে যাবো। যদি আমার রেজিস্ট্রেশন অনুযায়ী সুযোগ থাকে তাহলে হয়তো টিকা দিব।
করোনার টিকা সম্পর্কে মীজানুর বলেন, এখন এতো আক্রান্ত নেই। টিকাকে ঘিরে গুজব যে মিথ্যা তার প্রমাণ স্বরূপ লাখ লাখ লোক টিকা নিচ্ছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) লাখের উপরে নিয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) মনে হয় দুই লাখ হয়ে যাবে। ষড়যন্ত্র-চক্রান্তকারীরা যে ষড়যন্ত্র করছিল এটাও ব্যর্থ হয়েছে। এটা নিয়ে যতই গুজব ছড়াক তা আর মানুষ কানে নিচ্ছে না। যারা সচেতনতার প্রচারণা চালাচ্ছে তাদের প্রচারণা আরো জোড়ালো করতে হবে বলে উল্লেখ করেন তিনি।