শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১, ০৩:২৯:২৭

‘সকলের করোনার ভ্যাকসিন নেয়া উচিত’ - করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ শেষে বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ. বি. এম. ইকবাল

‘সকলের করোনার ভ্যাকসিন নেয়া উচিত’ - করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ শেষে বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ. বি. এম. ইকবাল

নিউজ ডেস্ক : দেশব্যাপী করোনা ভ্যাকসিন প্রদানের পঞ্চম দিনে (বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১) সকাল ১০:৪৫ মিনিটে জাতীয় নাক-কান-গলা (ইএনটি) ইনস্টিটিউটে  করোনার ভ্যাকসিন গ্রহণ করেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ. বি. এম. ইকবাল।

 ভ্যাকসিন গ্রহণ শেষে বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ. বি. এম. ইকবাল বলেন, দেশে প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই মাঠে সম্মুখসারির যোদ্ধা হিসেবে সার্বিক দায়িত্ব পালন করে গেছেন ব্যাংকাররা। সম্মুখসারির যোদ্ধা হিসেবে ব্যাংকাররা এ ভ্যাকসিন পাচ্ছে। করোনার ভ্যাকসিন নিলে পার্শ্বপ্রতিক্রিয়া হবে এটা ভ্রান্ত ধারণা। ব্যাংকারদের মধ্যে করোনার ভ্যাকসিন নিয়ে যেন কোন প্রকার সংশয় সৃষ্টি না হয়, সেজন্য আমি করোনার ভ্যাকসিন গ্রহণ করেছি।

 ডাঃ এইচ. বি. এম. ইকবাল আরো বলেন, ভ্যাকসিন গ্রহণের পর কোন অসুবিধা বোধ করছিনা। এটা একটা মানসিক বিষয়। আপনি মানসিকভাবে প্রস্তুত থাকলে এটি অন্যান্য ভ্যাকসিনের মতোই স্বাভাবিক। আমি সকলকে অনুরোধ করবো ভ্যাকসিন গ্রহণ করার জন্য। বিশ্ব মহামারি কোভিড-১৯ মোকাবেলায় সকলের করোনার ভ্যাকসিন নেয়া উচিত।

 মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে ডাঃ এইচ. বি. এম. ইকবাল বলেন, সারা বিশ্বে মাত্র ২০ থেকে ২২টি দেশ করোনার ভ্যাকসিন পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রজ্ঞা ও দূরদর্শিতায় আজকে আমরা দ্রুত এ ভ্যাকসিন নিতে পারছি। মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্তের কারণে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে