বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ১২:০৩:২৬

মির্জা আব্বাস কারাগারে

মির্জা আব্বাস কারাগারে

ঢাকা : নাশকতার দুই মামলায় আত্মসমপর্ণের পর জামিন নামঞ্জুর করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার বেলা সোয়া ১১টায় ঢাকা মহানগর হাকিম মাহাবুবুর রহমানের আদলাতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। এরপর শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে দীর্ঘ কয়েক মাস পর প্রকাশ্যে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস। রাজধানীর মতিঝিল ও পল্টন থানার পৃথক দুইটি নাশকতার মামলায় বুধবার সকালে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। তবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত বছরের শুরুতে বিএনপির আন্দোলনের সময় আত্মগোপনে চলে যান তিনি। এরপর আর তাকে প্রকাশ্যে দেখা যায়নি। আত্মগোপনে থেকেই গত এপ্রিলে দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করে মির্জা আব্বাস। তবে ব্যাপক কারচুপির অভিযোগ এনে নির্বাচন শুরুর কয়েক ঘণ্টা পরপরই বিএনপি ওই নির্বাচন বর্জন করে। এতে পরাজিত হন আব্বাস। ৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে