সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১, ০৯:১৩:৫১

বিমানবন্দর সড়কের পাশে পড়েছিল ফুটফুটে নবজাতকটি

বিমানবন্দর সড়কের পাশে পড়েছিল ফুটফুটে নবজাতকটি

নিউজ ডেস্ক : ঢাকা বিমানবন্দর সড়কের পাশ থেকে একটি মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেলে ভর্তি আছে। শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক। কে বা কারা ফেলে গেছে একদিন বয়সী শিশুটিকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। সোমবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে।

রাজধানীর বিমানবন্দর সড়কের পাশের একটি ঝোপে ফুটফুটে এ নবজাতকটি ফেলে যায় কে বা কারা। কচি কণ্ঠের কান্না শুনে এগিয়ে আসে অনেকেই। এসময় একদিন বয়সী বাচ্চাটিকে পরম যত্নে কোলে তুলে নেন বিমানের বলাকা অফিসের পরিচ্ছন্নতাকর্মী জোহরা আক্তার নামে এক নারী। পরে পুলিশকে খবর দেন তিনি, স্বামীর সহায়তায় বাচ্চাটিকে নিয়ে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

বাচ্চাটি এখন সুস্থ তবে, দীর্ঘক্ষণ পড়ে থাকার কারণে পিঁপড়া আর পোকা মাকড়ে কামড়ের দাগ শরীর জুড়ে রয়েছে। ঢাকা মেডিকেলই আপাতত ঠিকানা হতভাগা এ নবজাতকটির। উদ্ধারকারী জহুরা ও মাসুদ দম্পতিও নিঃসন্তান। বাচ্চাটির দায়িত্ব নিতে আগ্রহী তারা। চিকিৎসা শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে জানিয়েছে পুলিশ। ঢাকা মেডিকেলের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে