শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১, ০৩:০৫:১৩

ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ (বিসিবিএল) ও এ এম জেড হাসপাতাল এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ (বিসিবিএল) ও এ এম জেড হাসপাতাল এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক : ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ (বিসিবিএল) ও এ এম জেড হাসপাতালের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ চুক্তির আওতায় ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশের (বিসিবিএল) এর সকল সম্মানিত সদস্যগণ এ এম জেড হাসপাতালে সর্বোচ্চ ২৫% পর্যন্ত ছাড় পাবেন।

উক্ত অনুষ্ঠানে ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশের (বিসিবিএল) নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং এ এম জেড হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টার জনাব মোঃ জুলফিকার আলী স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশের (বিসিবিএল) পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাশেদ আকতার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফকির, ব্র্যান্ড এন্ড মিডিয়া সেক্রেটারি তারেক উদ্দিন প্রমুখ। এছাড়াও এ এম জেড হাসপাতালের উপদেষ্টা জনাব মাহমুদ হোসাইন; হেড অব মার্কেটিং এবং বিজনেস স্ট্রাটিজিস ডা: সাল সালমা নুজহাতসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত  ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে